Blog Details

back

নাসা এস্ট্রোনট ডন থমাস এর হার না মানার গল্প

নাসা এস্ট্রোনট ডন থমাস  টানা ৪ বার  চেস্টার পর নভোচারি হিসাবে নাসায় জয়েন করেন! প্রতিবার ই  ফাইনাল সিলেকশন এ বাদ পড়তেন,এবং সেদিন থেকে কারন খোঁজার চেষ্টা করতেন কেন তিনি বাদ পড়েছেন আবার পড়াশোনা শুরু করতেন এভাবে প্রায় ৮ বছর লেগে থাকার পর নাসা থেকে ফাইনালি সিলেক্ট হয় এবং  এস টি এস - ৬৫, ৭০, ৮৪, ৯৪ মিশনে উনি প্রায় ৪৪ দিন স্পেসে বিভিন্ন গবেষণায় জড়িত ছিলেন। 

অসম্ভব বিনয়ী এই মহান মানুষ টিকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনার সফল হওয়ার কারন কি?

তিনি বলেন, সফলতার জন্য  জীবনের লক্ষ্য স্থির করা দরকার, লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে, লক্ষ্য পুরন করতে গেলে তুমি বাধা পাবে, হতাশ হবে কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না, মনে রাখবে আরেকজন পারলে তুমি কেন পারবেন না?

ডন থমাস এর আরও বিস্তারিত: https://en.m.wikipedia.org/wiki/Donald_A._Thomas

#NASA #spacecampbd

07 Aug 2021